সোনার দেশ ডেস্ক:
রাজধানী ঢাকার কমলাপুর স্টেশনের অদূরে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুড়ে পুড়ে গেছে পাঁচটি বগি। শুক্রবার রাত নয়টার দিকে গোপীবাগ এলাকায় এই ঘটনা ঘটে। ট্রেন থেকে উদ্ধার করে দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনটি বেনাপোল থেকে কমলাপুর যাচ্ছিল।
কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগি একেবারে পুড়ে গেছে। ভয়াবহ অবস্থা। ভেতরে কী অবস্থা বলা যাচ্ছে না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে গোপীবাগ এলাকায় চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পাই। আমাদের ৭টি ইউনিট পাঠিয়েছি।