সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
দশ ভাইয়া ফাউন্ডেশন পাশে দাঁড়ালো আগুনে পুড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয়েছে ঢেউটিন, পোশাক ও খাদ্যসামগ্রী। শুক্রবার রাত ১০টার দিকে দশ ভাইয়া ফাউন্ডেশনের সভাপতি শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডা. মাহফুজ রাযহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের খোঁজ খবর নেন এবং আবারো শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, কম্বল, চাল, মুড়ি, খেজুর প্রদান করেন এবং প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন দেয়ার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য যে এ ঘটনায আগুনে দগ্ধ রাঘববাটি পারচৌকা গ্রামের মৃত ইসমাইলের ছেলে প্রতিবন্ধী আাতাবুর রহমানের চিকিৎসার খরচের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন এবং বর্তমানে চিকিৎসা চলছে। এ সময় ডা. মাহফুজ রায়হান, সমাজের সকল স্তরের মানুষকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সসয় উপস্থিত ছিলেন দশ ভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মইন আহমেদ, সদস্য শামীম রেজা, সংশ্লিষ্ট ইউপি সদস্য মইনুর রহমান, মাওলানা আনারুর ইসলাম ও সাংবাদিক সফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজিজুল হক, কুবল উদ্দিন সহ আরো অনেকে।
উল্লেখ্য যে গত বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে মশা তাড়ানোর আগুন থেকে সূত্রপাত হয়ে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে প্রতিবন্ধী আতাবুর রহমান, জামাল, কালূসহ ৬ ছয়টি পরিবারের ৮টি ঘর ও ঘরের আসবাবপত্র, খাদ্যদ্রব্য, ছাগল, কবুতর সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয় এবং এ ঘটনায প্রতিবন্ধী আতাবুর রহমান পুড়ে দগ্ধ হয়।