শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সাহেব বাজার ১নং গদির দোতলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দোতলায় প্রতিষ্ঠানটির গোডাউন এবং কর্মচারী থাকার ঘর। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের তৎপরতায় অতি দ্রুত আগুন নিভানো হয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় আগুনে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। এ সময় প্রতিষ্ঠানটির মালিক ভাষা সৈনিক মোশারফ হোসেন আখুঞ্জি উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন সামনে শুষ্ক মৌসুম আগুন লাগার সম্ভাবনা বেশী থাকে ফলে সকলকে সতর্ক থাকতে হবে। সেই সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ আগুনে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের মালিককে সান্তনা দেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, আর.ডি.এ মার্কেট কমিটির সহ-সভাপতি আজম আলী, মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শামসুজ্জামান মিঠু প্রমুখ।