রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি :নাটোর শহরের নিচাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২:১৫ টার দিকে বিদ্যালয়ের দোতালার ওয়াশরুমে এই আগুনের সূত্রপাত হয়। কোমলমতি শিক্ষার্থীদের চিৎকার-চেচামেচি শুনে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সহ প্রতিবেশীরা ছুটে গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেললে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় শিশুরা।
খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে বিদ্যালয়ের দোতালা ভবনের ওয়াশ রুম থেকে ধোয়া বের হতে দেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আগুন’ ‘আগুন’ বলে চিৎকার দিতে থাকে। চিৎকার শুনে ভবনের নিচতলায় অফিস রুম থেকে শিক্ষক সহ কর্মচারীরা দোতালার দিকে ছুটে যান।
এসময় পথচারী সহ এলাকাবাসী ও অভিভাবতরাও ঘটনাস্থলে ছুটে আসে। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক সময় ধোয়া কমে গেলে দেখা যায়, ওয়াশ রুমের কমোট বেসিনের হ্যান্ড ওয়াশের পাইপ পুড়ে গেছ্।ে পাইপে অগুন লাগার কারণে ধোয়ায় ভরে যায় বলে ধারণা করেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সহ অভিভাবকরা। এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা আতংকিত হয়ে পড়েন। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে আসার পর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। তারা আগুনের কারণ অনুসন্ধন শেষে ফিরে যান।
নাটোর ফায়র সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ কুতুবি জানান, বৈদ্যুতিক সর্ট সাকিটে কোন অগুন লাগেনি। কারো অসাবধনতা অথবা খেলার ছলে পলিথিন বা দিয়াশলাই জ্বালানোর কারণে হ্যান্ড ওয়াশের পাইপে আগুন লাগে। ফায়র কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলে স্কুল কর্তৃপক্ষসহ অভিভাবকরা।