শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
তন্ময় নিসার
আকাশ থেকে আগুন পড়ে
দিনে রাতে। বাহির-ভিতর সবখানে
অলি-গলি, পথ-ঘাট, মাঠ-প্রান্তর
সবখানে বিভীষিকা। মৃত্যুর যন্ত্রণা
ওরা মানুষ নয়, হায়েনা-জাতক
ঘর-বাড়ি জ্বালিয়ে, জ্বালিয়ে চলেছে
মানবতা, স্তব্ধ বিবেক। প্রলম্বিত মরণ
পুড়ে পুড়ে মরে যারা, তারা মরে না
বারংবার জাগে, মুখরিত জনতার আগে
মনুষ্যেত্বের মহান রাগে।
তারা অমর, অমর তাদের লৌহ গড়ন।