বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বালোচিস্তানের পর এবার অশান্ত পাক অধিকৃত কাশ্মীর। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক সেনার বিরুদ্ধে। অভিযোগ পাক সেনার অত্যাচারের। স্বাধীনতার দাবিতে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর।
পাক অধিকৃত কাশ্মীরে স্লোগান উঠল “আজাদি চাহিয়ে”। বিক্ষোভ বন্ধ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। লাঠিচার্জও করে। চঙক -এর তাতরিনোটে শুরু হয় বিক্ষোভ। পুলিসকে লক্ষ্য করে জনতা ইট ছোঁড়ে বলে অভিযোগ। ‘অবিলম্বে স্বাধীনতা চাই’ বলে দাবি জানাতে থাকে বিক্ষোভরত জনতা। এরপরই কার্যত তাদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিস।- ২৪ঘণ্টাডটকম