শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
আজ শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা কমিটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক কমরেড মোহাম্মদ নাসেরের মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল তিনটায় মিয়াপাড়া পাবলিক লাইব্রেরীতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা কমিটি। প্রথমে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। পরে সাংস্ক্রতিক ব্যক্তিত্বরা আলোচনা করবেন, তার কর্মময় জীবনের উপর। মোহাম্মদ নাসেরের অসংখ্য ছাত্র, শিক্ষক বন্ধু, শুভানুধায়ী, রাজনৈতিক কর্মী-বন্ধু রেখে তিনি না ফেরার দেশে চলে গেছেন। সিপিবি জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।