সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ঝামেলা মিটে গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের। স্টিভেন স্মিথদের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হওয়া সংশয়ের মেঘও কেটে গেছে তাতে। খুশির খবর পাওয়ার আগেই অবশ্য শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির সূচি চূড়ান্ত হয়ে গিয়েছিল বাংলাদেশের। সেই সূচি অনুযায়ী আজ শুক্রবার চট্টগ্রামে যাচ্ছে টাইগাররা।
শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রামের উদ্দেশে মুশফিকুর রহিমরা ঢাকা ছাড়বে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। দুই সপ্তাহের এই ক্যাম্প শেষে ঢাকায় শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত প্রস্তুতি।
বুধবারই অবশ্য প্রথম কয়েকদিনের সূচি নিশ্চিত করেছিলেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বন্দরনগরীতে ক্রিকেটারদের অনুশীলন সূচি নিয়ে তিনি বলেছিলেন, ‘(চট্টগ্রামে) প্রথম দিন আমরা কঠোর অনুশীলন করব। পরের দিনের অনুশীলন সেশন হবে হালকা। এরপর সোমবারের অনুশীলন হবে মাঝারি ধরনের, মঙ্গলবার ছুটি।’ অস্ট্রেলিয়া সিরিজের জন্য চূড়ান্ত অনুশীলন করবেন তারা ঢাকায় ফিরে, ‘বুধবার থেকে আমরা ম্যাচ খেলা শুরু করব। আর অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিশেষ অনুশীলন শুরু করব ঢাকায় ফেরার পর।’-বাংলা ট্রিবিউন