আজ জননেতা আতাউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী

আপডেট: জানুয়ারি ১২, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



আজ ১২ জানুয়ারি, ২০১৭, বৃহস্পতিবার এদেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম সেনানী, তেভাগা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর, রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা নির্যাতিত জননেতা এম. আতাউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাজশাহী প্রেসক্লাব দিনব্যাপি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান, বেলা ১১টায় কবর জিয়ারত, বাদ আসর রাজশাহী সাহেববাজার বড় মসজিদে মিলাদ মাহফিল ও বিকাল সাড়ে ৪টায় রাজশাহীর প্রেসক্লাব মিলনায়তনে জননেতা এম আতাউর রহমান স্মরণে আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন কলামিস্ট প্রশান্ত কুমার সাহা। প্রধান আলোচক থাকবেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কবি লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। আলোচক হিসেবে থাকবেন, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম ও বিশিষ্ট ব্যাংকার কবি আরিফুল হক কুমার।
এছাড়া রাজশাহীর রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেবেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সভাপতি কমরেড লিয়াকত আলী লিকু, জাসদ মহানগর সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর কমান্ডার ডা. আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বিশিষ্ট সাংবাদিক আহমেদ সফিউদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ জালাল উদ্দিন ও মহানগর আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম বাবু।