শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বুধবার থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী পাঁচটি ট্রেন বর্ধিত রুটে চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এতথ্য জানিয়েছে তারা।
এতে বলা হয়, খুলনা-সৈয়দপুর রুটের রূপসা এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুরের পরিবর্তে চিলাহাটি পর্যন্ত চলাচল করবে। রাজশাহী-নীলফামারী রুটের বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও এখন থেকে নীলফামারীর পরিবর্তে চিলাহাটি পর্যন্ত চলাচল করবে।
খুলনা-সৈয়দপুর রুটের সীমান্ত এক্সপ্রেস সৈয়দপুরের পরিবর্তে চিলাহাটি পর্যন্ত যাবে। আর পার্বতীপুর-ঠাকুরগাঁও রুটের পঞ্চগড় কমিউটার ট্রেনটি ঠাকুরগাঁওয়ের পরিবর্তে পঞ্চগড় পর্যন্ত যাবে।
এছাড়া যশোর-বেনাপোল রুটের খুলনা কমিউটার ট্রেনটি যশোরের পরিবর্তে খুলনা পর্যন্ত চলাচল করবে।
এই ট্রেনটি আগে দিনে একবার চলাচল করলেও খুলনা-বেনাপোল রুটে বুধবার থেকে দিনে দুইবার চলাচল করবে বলে জানিয়েছেন রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার আজিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিরাপদ যাত্রায় রেল ভ্রমণের বিকল্প নেই। তাই দিন দিন এই রুটে রেল ভ্রমণে যাত্রীর সংখ্যাও বেড়ে দ্বিগুণ হয়েছে।
“দক্ষিণাঞ্চলের মানুষ ভারত ভ্রমণে যাতায়াতের ক্ষেত্রে বেনাপোল চেকপোস্ট ব্যবহার করে থাকেন। তাদের যাতায়াতকে ঝক্কিঝামেলা মুক্ত ও নিরাপদ করার জন্যই দিনে দুইবার চালানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
ট্রেনটির নতুন সময়সূচি সম্পর্কে রেলওয়ে থেকে জানানো হয়, বুধবার থেকে প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে ট্রেনটি বেনাপোলের উদ্দেশে ছেড়ে এসে যশোর পৌঁছাবে সকাল সাড়ে ৭টায়; আর বেনাপোল পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়।
বেনাপোল থেকে ট্রেনটি আবার সকাল ৯টায় ছেড়ে যশোর পৌঁছাবে সকাল ১০টায়। আর খুলনায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।
দ্বিতীয় বার ট্রেনটি খুলনা থেকে দুপুর ১২টা ১০ মিনিটে ছেড়ে দুপুর দেড়টায় যশোর পৌঁছানোর পর বেনাপোল পৌঁছাবে বেলা আড়াইটা। পরে ট্রেনটি আবার বেনাপোল থেকে বিকাল সাড়ে ৩টায় ছেড়ে যশোর পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। আর খুলনায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।- বিডিনিউজ