সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ধামইরহাট প্রতিনিধি
প্রায় এক যুগ পর নওগাঁর ধামইরহাট উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ উপজেলা শহীদ স্মৃতিসৌধ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ধামইরহাট উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধকের দায়িত্ব পালন করবেন অ্যাড. খোদাদাদ খান পিটু আহবায়ক নওগাঁ জেলা যুবলীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ সাংসদ শহীদুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবু আহমেদ নাসীম (পাভেল) সাংগঠনিক সম্পাদক যুবলীগ কেন্দ্রীয় কমিটি, আশরাফ হোসেন (নবাব) যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-সম্পাদক কেন্দ্রীয় কমিটি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ওবায়দুল হক সরকার যুগ্ম সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আজাহার আলী সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, তৌহিদুল ইসলাম জুয়েল যুগ্মআবায়ক নওগাঁ জেলা যুবলীগ। প্রধান বক্তা আবদুল কুদ্দুস সাবেক ভিপি যুগ্মআবায়ক নওগাঁ জেলা যুবলীগ। ৭১ সদস্য কমিটিতে সভাপতি পদে দুই জন জাবিদ হোসেন মৃদু ও আবদুল হাই দুলাল অপর দিকে সাধারণ সম্পাদক পদে দুই জন সেলিম মাহমুদ রাজু ও সোহেল রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।