আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে ১১তম দিনকে বোঝায়। আজ আরবি মাস রবিউস সানি’র ১১তম দিন। দিনটি বড়পীর আবদুল কাদের জিলানী (রহ.) এর স্মরণে পালিত হয়।
ফাতেহা-ই-ইয়াজদাহাম হচ্ছে হজরত আব্দুল ক্বাদির জিলানী (রহ.) এর ওফাত দিবস।

১ রমজান ৪৭১ হিজরীতে ইরানের অন্তর্গত জিলান জেলার কাসপিয়ান সমুদ্র উপকূলের নাইদ নামক স্থানে বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হযরত আবু সালেহ মুছা জঙ্গি (রাহ.) ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতিমা (রাহ.)। বর্তমানে ইরাকের বাগদাদ শহরে তাঁর মাজার শরীফ রয়েছে।

প্রচারিত রয়েছে, তিনি একাধারে ৪০ বছর পর্যন্ত ইশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। যৌবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন। তিনি বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসারে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন।

দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রতিষ্ঠাতা হজরত আব্দুল ক্বাদির জিলানী (রহ.) স্মরণে এই দিবসটি পালন করা হয়ে থাকে। ইসলামী ফাউন্ডেশন আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দিবসটি পালনে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ অংশ নেবেন।
তথ্যসূত্র: রাইিজিংবিডি

 

এ বিভাগের অন্যান্য সংবাদ