আজ পর্দা নামছে রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

আপডেট: মার্চ ২১, ২০১৭, ১:১৮ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক
আজ পর্দা নামছে ‘প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র। রাজশাহী চলচ্চিত্র সংসদের উদ্যোগে ও রাবি চলচ্চিত্র সংসদের সহযোগিতায় শুক্রবার শুরু হয় পাঁচ দিনব্যাপী এ উৎসব। আজ মঙ্গলবার বিকেল ৪টায় রাবি’র টিএসসিসি মিলনায়তনে এই চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।
উৎসবে অংশ নেয়া চলচ্চিত্রকারদের শুভেচ্ছাস্মারক এবং পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। রাজশাহী চলচ্চিত্র সংসদের সহসভাপতি নাজমুল ইসলামের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, সমাপনী উৎসবে সভাপতিত্ব করবেন, রাজশাহী চলচ্চিত্র সংসদের সভাপতি আহসান কবীর লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন, চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষক রাজীবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা ড. সাজ্জাদ বকুল।
সমাপনী অনুষ্ঠান শেষে রাবি’র টিএসসিসি মিলনায়তনে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জীবনী নিয়ে আহসান কবীর লিটনের প্রামাণ্য চলচ্চিত্র ‘গল্পলোকের চিত্রকর’ প্রদর্শিত হবে।
এদিকে সন্ধ্যায় শহরের পদ্মাপাড়ের লালনমঞ্চে ও বড়কুঠি মুক্তমঞ্চে বিভিন্ন দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
গত ১৭ মার্চ ২০১৭ শহরের পদ্মাপাড়ের লালনমঞ্চে এই উৎসবের উদ্বোধন হয়। পরদিন ১৮ মার্চ দ্বিতীয় ভেন্যু হিসেবে রাবিতে উৎসবটির উদ্বোধন করা হয়। উৎসবে বাংলাদেশ, ভারতসহ ১৫টি দেশের ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং তিনটি উম্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ