সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানির ৭ম মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের ৭ জানুয়ারি পলিটেকনিক ইন্সিটিউটের ভর্তি বাণিজ্য, কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সানি। এই প্রতিবাদ করায় প্রকাশ্য দিবালোকে প্রশাসনিক ভবনের সামনে ছাত্র নামধারী সন্ত্রাসীরা নির্মমভাবে তাকে হত্যা করে পালিয়ে যায়।
এরপর ২০১২ সালে রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনালের রায়ে সানি হত্যার সঙ্গে জড়িত ১৩ আসামির মধ্যে ৩ জন খালাস পায়, ২ জন আসামি নিযাম উদ্দিন ও সাদ্দাম হোসেন তুষারের ফাঁসির রায় হয়, ৫ জনের যাবজ্জীবন কারাদ- ও ৩ জনের ১০ বছর করে কারাদ- দেয়া হয়। বর্তমানে আসামিরা হাইকোর্টে আপিল করায় রায় বিচার কার্য এখন পর্যন্ত সম্পন্ন হয় নি। ফলে এদের মধ্যে ৮ জন আসামি জামিনে রয়েছে।
সানি রাজশাহী পলিটেকনিক ইন্সিটিউটের কম্পিউটার বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী ছিল। তার বাড়ি নগরীর দেবিসিংপাড়া এলাকায়।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় রাজশাহী পলিটেকনিকে সানির বেদিতে মাল্যদান, বেলা ১১টায় টিকাপাড়া গোরস্থানে কবর জিয়ারত, বিকেল ৪টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার নিহত সানির বাবা মনোয়ারুল উল ইসলাম চৌধুরী নান্নু ট্রাইবুনালের বিচার বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।