শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে এক সভা আহবান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে, আগামী সিটি করপোরেশন নির্বাচন ও সাংগঠনিক বিষয়সহ অন্যান্য বিষয়াবলী।