নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার (১ জুন) সারাদেশের ন্যায় রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ পালিত হবে। এনিয়ে শুক্রবার (৩১ মে) রাজশাহীর বিভিন্ন মসজিদে ইমামগণ মুসল্লিদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়টি জানান। একই সাথে শিশুদের সাথে নিয়ে এসে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়াতে বলা হয়েছে।
রাজশাহী জেলার ৯ উপজেলায় এবার ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭০ হাজার ৭৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ১০৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ১০৫ জন শিশু ও ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭৭৯ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য সিটি করপোরেশনে ৩৭৩টি কেন্দ্রে এক হাজার ১৯ জন কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকবেন। আর জেলার ৯ উপজেলায় ৫ হাজার ২৬৫টি কেন্দ্রে থাকবেন ১৫ হাজার ৮২২ জন কর্মী ও স্বেচ্ছাসেবক।
অপরদিকে, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ১ জুন রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এই ক্যাম্পাইনে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১শ ৮১জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৩শ ৩২জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।