শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
মোবাইল ফোন রিচার্জে হাজারে ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা কমিশনের দাবিতে আজ সোমবার বেলা ১২টা থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত রিচার্জ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।
গতকাল রোববার সকালে রাজশাহীর একটি রেস্টুরেন্টে এ ঘোষণা দেয়া হয়। রাজশাহী জেলার মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী সভায় সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলু এ ঘোষণা দেন।
সংগঠনের রাজশাহী শাখার সহসভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি। উপস্থিত ছিলেন, রিচার্জ ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম খান, আপন হোসেন মানিক, সাইফুল ইসলাম প্রমুখ।
সংগঠনের সহসভাপতি সাইফুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসলেও অপারেটর কোম্পানিগুলো তাদের দাবি মানছে না। এ কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।