নিজস্ব প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে রাজশাহীতে ট্রেন চলাচল করবে। একসপ্তাহ পরে রাজশাহী থেকে সল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হচ্ছে। এদিন সকাল নয়টায় ‘লোকাল ৫৬৩’ নামের একটি ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রহনপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজশাহী স্টেশন থেকেও একটি ট্রেন ছেড়ে যাবে। তবে সেটি চলবে সীমিত পরিসরে। কারফিউ শিথিল থাকার মধ্যে ছয় ঘণ্টায় যাওয়া-আসা সম্ভব এমন গন্তব্যেই ছুটবে ট্রেনটি। তবে আন্তঃনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে। এরআগে ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাজশাহী থেকে আন্তঃনগর ট্রেন ছাড়ার কোন সিদ্ধান্ত হয়নি। তবে একটি ‘লোকাল ৫৬৩’ ট্রেন চলাচল করবে। এই ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরপরে একই ট্রেন আবার ফিরে আসবে।