আজ রাবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা দিপু মনি

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক:


কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দিতে সোমবার (৩০ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন শিক্ষামন্ত্রী ডা দিপু মনি। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অত্যাধনিক মিলনায়তনে এই স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত হবে।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে আমাদের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।
জানা গেছে, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের ১০৩ জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। এদের মধ্যে অগ্রণী ব্যাংকের ৯৬ জন পাচ্ছেন ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’, দর্শন বিভাগের ৫ জন ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’ এবং চিকিৎসা বিজ্ঞান অনুষদের ২ জন পাচ্ছেন ‘ডা. এ কে খান স্বর্ণপদক’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা দিপু মনি, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, অতিথি হিসেবে থাকবেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এদিকে সোমবার দুপুর এক’টায় নগরীর শহিদ এ এইচ এম কামারুজ্জামান অডিটোরিয়ামে, জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক আয়োজিত রাজশাহী বিভাগীয় অঞ্চলের অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দের অংশগ্রহণে ‘শিক্ষাব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন শিক্ষামন্ত্রী। সোমবার বিকাল সাড়ে পাঁচ’টায় শিক্ষামন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।