রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
আজ ৫ ডিসেম্বর। শহিদ দুলাল দিবস। ছাত্রলীগ নেতা ও রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম দুলালের ৩৩তম শাহাদাৎবার্ষিকী। ’৯০ এর সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই দিনে সামরিক স্বৈরাচারের পুলিশ ও গুন্ডাবাহিনির গুলিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেছিলেন ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম দুলাল। প্রতিবছর দিনটিকে শহিদ দুলাল দিবস হিসেবে পালন করে আসছে রাজশাহী ছাত্রলীগ।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ( নতুন) মেধাবী ছাত্র ছিলেন দুলাল। মৃত্যুর পূর্ব-মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর বিশ্বস্ত সৈনিক হিসেবে বাংলাদেশ ছাত্র লীগ মহানগর শাখার সহ-সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। দলের নীতি ও আদর্শের প্রতি ছিলেন আস্থাশীল। এমন নিবেদিত প্রাণ কর্মি সচারচর দেখা মেলে না। রাজনৈতিক কারণেই তাঁকে ছাড়তে হয় রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউিটের শিক্ষা জীবন। তিনি ১৯৮৮-৮৯ সালে রাজশাহী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। রাজশাহী কলেজের একাডেমিক ভবনের পশ্চিম সংলগ্ন বাগানে তাঁকে সমাহিত করা হয়।