মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগানে শুরু হচ্ছে ১০ম আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসব-২০১৭। ২৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপি এ উৎসবের আয়োজন করেছে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি রাজশাহী। উৎসব চলাকালে নগরীর লালন মঞ্চ, পদ্মা মঞ্চ, বড়কুঠি মুক্ত মঞ্চ ও মেহরচন্ডীর শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় এ চারটি স্থানে দেশ বিদেশের ৩০টি শিশুতোষ চলচ্চিত্র প্রদশিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর লালন মঞ্চে এ উৎসবের উদ্বোধন করেন, সমাজসেবী শাহীন আকতার রেণী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।