শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ইসরায়েল ও ফিলিস্তিনি হামাসের মধ্যে যুদ্ধবিরতির সপ্তম দিনে আরো আট ইসরায়েলি জিম্মি এবং ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছে।
এর আগে বুধবার মুক্তি পাওয়া দুই ইসরায়েলি জিম্মিকেও বৃহস্পতিবারের হিসাবে ধরা হয়েছে, তাতে এ দিনের মোট সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের মধ্যে ৮ জন নারী ও দু’জন ভাইবোন আছেন।
এই জিম্মিদের বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরো ৩০ জন ফিলিস্তিনি। এদেরও সকলেই নারী ও শিশু।
সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, শুক্রবার গাজার স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা। যুদ্ধবিরতি আরো বাড়ানো হবে কী না, তা পরিষ্কার নয়। তবে কাতারসহ মিশর ও মার্কিন মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াত্যে চেষ্টা করে যাচ্ছে।
তথ্যসূত্র: বিডিনিউজ