আড়ানী ইউপি সদস্য কালামের মৃত্যু

আপডেট: মে ১৮, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি— রাজিউন)। ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ মে) সকাল সাড় ৭টায় বেড়েরবাড়ি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৫ বছর। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

তার মৃত্যুতে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ-সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ ডিসেম্বর আড়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কালাম ৫ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হোন।

এ বিভাগের অন্যান্য সংবাদ