মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুদ্দিন সেখের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন কলেজের শিক্ষকরা। এজন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অব্যাহতির দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ৩৭ জন শিক্ষকের মধ্যে ৩১ জন শিক্ষকের স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আড়ানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুদ্দিন সেখ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। ২০২৩ সালের জুন মাসে কলেজের ওয়েবসাইট খোলা বাবদ ২৫ হাজার টাকা খরচ দেখানো হয়েছে। কিন্তু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত কলেজের ওয়েবসাইটের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া ২০২৩ সালের অক্টোবর মাসে কলেজের ভাউচার খরচ বাবদ দেখানো হয়েছে ৩৯ হাজার ৩১১ টাকা। এ খরচ ক্যাশ বই-এ দেখানো হলেও খরচের ভাউচার দেখানো হয়নি। আর্থিক অনিয়মের কারণে কলেজের ৩৭ জন শিক্ষকের মধ্যে ৩১ জন শিক্ষক স্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন।
কলেজের ইংরেজি বিষয়ে শিক্ষক মইন-বিন-মমতাজ বলেন, শিক্ষকরা অধ্যক্ষকে সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করা সত্বেও কোন শিক্ষককে তোয়াক্কা না করে নিজের মতো অনিয়ম ও দুর্নীতির মধ্যদিয়ে পরিচালনা করে আসছিলেন। শিক্ষকরা বাধ্য হয়ে তার অব্যাহতির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আড়ানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুদ্দিন সেখ বলেন, কোন অনিয়ম বা দুর্নীতি করি নাই। সরকারি বিধিমোতাবেক সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিসে সকল শিক্ষককে থাকতে বলায় কারণে কিছু শিক্ষক অনিয়ম খুঁজে বেড়াচ্ছেন। এরমধ্যে কিছু শিক্ষক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন। তবে প্রমাণ পেলে শাস্তি গ্রহণ করে নিব। এতে কোন ভয় নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাম্মী আক্তার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে অধ্যক্ষ দোষী প্রমানিত হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।