আড়ানী পৌর আঞ্চলিক শাখার বাপা’র কমিটি গঠন

আপডেট: মে ১৮, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর আঞ্চলিক শাখার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ মে) সকাল ১১টায় আড়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে এই কমিটি গঠন করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুদ নির্বাচিত হয়েছে।

আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি জামাত খান। প্রধান আলোচক ছিলেন উপজেলা শাখার সভাপতি ফরজ আলী, হামিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ.ম. সাজু।

এ বিভাগের অন্যান্য সংবাদ