আড়ানী রেল ব্রিজের পশ্চিমে লাইন ভাঙা : ৪০ মিনিট বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট: মার্চ ৪, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল ব্রিজের পশ্চিমে বাগমারী ২৩৭/১ নম্বর স্থানে রেললাইন ভাঙার কারণে সারাদেশের সাথে ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেললাইন মেরামতের পর পুনরায় চলাচল স্বাভাবিক হয়। সোমবার (৪ মার্চ) সকালে সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে সিল্কসিটি এক্সপ্রেস ছেড়ে যায়। এ সময় রেললাইন চেক করতে গিয়ে খালাসি মিলন হোসেন ভাঙা দেখতে পায়। এরপরে সে লাল নিশান টানিয়ে ট্রেন ভাঙা স্থানে থামিয়ে দেয়। ঈদর্শী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি আড়ানী স্টেশনে দাঁড়িয়ে ছিল। এরপর রেললাইন মেরামতের পর সারাদেশের সাথে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে আড়ানী স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলোন, সকাল ৮ টা ৫২ মিনিটে আড়ানী স্টেশন ক্রস করার কথা ছিল সিল্কসিটি এক্সপ্রে। কিন্তু রেললাইন ভাঙার কারণে স্টেশনের অদুরে থেমে ছিল কমিউটার ট্রেনটি। এর আগে রেললাইনে কাজ করা খালাসীরা রেললাইনটি ভাঙা দেখে নিশান উড়িয়ে ট্রেন থামিয়ে দেয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ