আত্মসমর্পণকারী ১৭০ মাদক বিক্রেতার পুনর্বাসন কর্মশালা

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৭, ১২:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) আয়োজনে নগরীর পুলিশ লাইন্স পিওএম ক্যান্টিনে মাদক ব্যবসা থেকে প্রত্যাবর্তনকারীদের নিয়ে গতকাল সোমবার দিনব্যাপী পূনর্বাসন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ১৭০ জন মাদক ব্যবসা পরিত্যাগকারী অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বিপিএম। কর্মশালায় মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দায় চৌধুরী, ডিসি (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম, ডিসি (পূর্ব) আমির জাফর, ডিসি (সিটিএসবি) আব্দুল্লাহ আল-মামুনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও কর্মসংস্থান ব্যাংকের ডিজিএম মাজদার রহমান, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক রুবিনা ইসলাম, বোয়ালিয়া থানা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল অংশগ্রহণ করেন।
মাদক ব্যবসা থেকে প্রত্যাবর্তনকারীদের যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী সেলাই মেশিন, ভ্যান, সমাজসেবা অধিদফতর থেকে বিভিন্ন ধরনের ভাতাদি দিয়ে সহায়তা করার আশ্বাস প্রদান করা হয় ও তাদের কর্মসংস্থানের ব্যাপারে পরামর্শ দেয়া হয়।