শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধি: আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুাষ্ঠত হয়েছে। বুধবার (৩১ জানুয়ার) দুপুরে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এর সমাপনী অনুষ্ঠিত হয়।
এতে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। এসময় উপজেলা প্রকৌশলী ইমরান খান, মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।