আত্রাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২৮, ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধি


গণহত্যার হুকুম দাতা শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাহেবগঞ্জ বাজারে এসে সমাবেশ করা হয়। উপজেলা জামাতের সাধারণ সম্পাদক আব্দুল গনির সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা জামাতের আমীর ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে আসাদুল¬াহ আল গালিবসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা ছাত্র লীগকে নিষিদ্ধ করায় শুকরিয়া আদায় করেন। সেইসাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আগামীতে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে সকলকে একতাবদ্ধ হবার আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ