আত্রাইয়ে তারুণ্যের উৎসব বিষয়ক কর্মশালা

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:


‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলা পর্যায়ে দিনব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা।

তিনি বলেন, জুলাই-আগষ্টে ছাত্র- জনতার অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। বক্তেব্যের শুরুতে অভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে হাজার হাজার ছাত্র-ছাত্রী রয়েছে কিন্তু আজ আপনারা সম্মানিত হচ্ছেন। আপনাদের এ সম্মানের যাইগা ধরে রাখতে হবে। এমন কিছু কর্ম করা যাবেনা যাতে মানুষ আপনাদের এ সম্মান দেখানো থেকে মুখ ফিরিয়ে নেন।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। অনুষ্ঠানে ওসি তদন্ত লুৎ]ফর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মঞ্জুরুল আলম, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, এসএম মামুনুর রশিদ, সম্রাট হোসেন, আফজাল হোসেন, নির্বাচন অফিসার ফেরদৌস আলম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশ নেয়।