আত্রাইয়ে নবাগত ইউএনও‘র যোগদান

আপডেট: নভেম্বর ১, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন কামাল হোসেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে আত্রাই ইউএনও কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ফকিরহাট উপজেলায় কর্মরত ছিলেন।

নবাগত ইউএনও কামাল হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

যোগদানের পর তাঁর কার্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম অঃৎধর টহড় তে তিনি লিখেন, এ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের আকাক্সিক্ষত একটা আদর্শিক, জ্ঞান ভিত্তিক, বুদ্ধিবৃত্তিক, কুসংস্কার বিবর্জিত উপজেলা গড়ার গর্বিত অংশীদার হতে চাই। সেইসাথে উপজেলার সকল শ্রেণির মানুষের যথাযথ সেবা নিশ্চিত অন্তে তাদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হতে চাই। এসময় তিনি প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।