শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে রাজু আহম্মেদ (২০) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। রাজু উপজেলার ফটোকিয়া গ্রামের আলম মন্ডলের ছেলে। মৃত রাজুর পিতা বাদি হয়ে আত্রাই থানায় অভিযোগ করেছেন। রোববার (২৮ জুলাই) লাশ নওগাঁ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে, রাজু ২৭ জুলাই সকালে রাজমিস্ত্রির যোগারদারির কাজে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। কাজ শেষে মনিয়ারি গ্রাম থেকে বিকাল আনুমানিক ৫ টায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত ৮/৯ টা বাজার পরেও বাড়িতে না ফিরতে দেখে রাজুর পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে ব্যর্থ হন। ২৮ জুলাই রোববার সকাল আনুমানিক ১০ টায় রাজুর প্রতিবেশি চাচাত ভাই রাজুর পিতা আলম মন্ডলকে মোবাইলে জানান যে, নৈদীঘি গ্রাম সংলগ্ন পুকুরে রাজুর লাশ ভাঁসছে। রাজুর পিতা ও প্রতিবেশিরা জানান, রাজু অনেক সময় থেকে মৃগি রোগে ভুগছিল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ ক্রাইম এন্ড অপস এর অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান (পিপিএম)। আত্রাই থানা ওসি জহুরুল ইসলাম বলেন, দুই হাত দিয়ে সাইকেলের হ্যান্ডেল আঁকরে ধরা অবস্থায় পুকুর থেকে রাজুর ভাঁসমান মৃতদেহ উদ্ধার করা হয়। রাজুর শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন বা ক্ষত পাওয়া যায়নি। অন্যকোন বিষয় আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।