শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষক গনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামাল হোসেন।
উপজেলা শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম এর সভাপতিত্বে সহকারী শিক্ষা অফিসার তারিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। অন্যান্যের মধ্যে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার আবু আনাছ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার, তোফায়েল আহমেদ, হারুন অর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কামাল হোসেন বলেন, আমাদের ছাত্র-ছাত্রীরা যেহেতু একেবারে ছোট তাই দেখবেন কারো চুল এলোমেলো, কারো শার্টের একটা বোতাম খোলা। আমরা যারা ওই বাচ্চাদের পড়ায় তারা যদি স্কুল শুরুর ৫/১০ মিনিট পূর্বে বিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে ও-ই শিশুর চুল বা শার্ট ঠিক করে দেওয়া হয় তাহলে ২/৪ দিন পর শিশুটি নিজে নিজে তার চুল বা পোষাক ঠিক করা শিখে যাবে।
এভাবেই এক দিন ওই শিশু সাবলম্বী হয়ে যাবে। একইসাথে কোথাও কোন ময়লা নাই এমন একটা আঙ্গিনা চাই স্লোগান বাস্তবায়নের থিম হিসাবে একজন শিক্ষার্থী প্রতিদিন বিদ্যালয়ের গেটের সামনে রক্ষিত বিনে তিনটি করে ময়লা ফেলবে উল্লেখ করে একাজে শিক্ষকদের সহায়তা কামনা করেন।