আত্রাইয়ে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা মেনে রোববার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্মআহবাক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল, আব্দুল মান্নান সরদার, তছলিম উদ্দিন, ফারুখ বখত, এসএম মঞ্জুরুল আলম, যুবদল নেতা খোরসেদ আলম, পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন, ছাত্রদল আহবায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব আদর, আসাদুজ্জামান বুলেটসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।