আত্রাইয়ে ১৩ চোরায় গরুসহ আটক-১

আপডেট: মার্চ ২৩, ২০২৫, ২:১৮ অপরাহ্ণ


তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে ১৩ চোরায় গরুসহ এক জনকে আটক করেছেন আত্রাই থানা পুলিশ। শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন এর নেতৃত্বে থানার চৌকস টিম এ কাজ করেন। আটককৃত ছোটন প্রামানিক এর বিরুদ্ধে চুরির মামলা রজু করে রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন জানান, উপজেলার মনিয়ারি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মৃত রওশন আলীর ছেলে ছোটন প্রামানিক (২৭) কে শনিবার (২২ মার্চ) রাতে আটক করি।

ছোটনের দেওয়া স্বীকারোক্তি মতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম স্যারের দিকনির্দেশনা অনুযায়ী বগুড়া জেলাধীন কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামে আবুল হোসেন সাহের ছেলে আব্দুল গফুর সাহ (৪০) এর বাড়ীতে অভিযান চালাই। অভিযানে গফুরের গোয়াল ঘর হতে ১৩ টি গরু উদ্ধার করতে সক্ষম হই। অভিযানের সময় আমাদের উপস্থিতি টের পেয়ে গফুর পালিয়ে যান।

এদিকে গরু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী কয়েকটি উপজেলা হতে হারানো গরুর মালিক থানায় এসে ভির জমায়। সেইসাথে উপজেলার গরু ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করতে দেখা যায়।