আত্রাইয়ে ২৬ হাজার ৮’শ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল

আপডেট: জুন ১, ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ


তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ১ জুন শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি ও অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি জানান, দিনব্যাপী এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৩ শত এবং ১ থেকে ৫ বছরের ২৪ হাজার ৫ শত শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।মোট ১ শত ৯৩ কেন্দ্রে ৪ শত ৯৯ কর্মীর মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।