সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননের দায়ে তিন ভেঁকু মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।
বিচারক জানান, উপজেলার বাঁকা মাঠে, শুটকিগাছা মাঠে এবং ভোঁপাড়া মাঠে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে এমন সংবাদের অভিযান পরিচালনা করে ভেকু মালিক উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সাইদুর রহমান (৫৫), পালশা গ্রামের আলমগীর হোসেন খোকন (৪০) এবং শুটকিগাছা গ্রামের খয়বর আলীকে (৫৪) পৃথক তিনটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ফসলি জমি রক্ষায় এবং অবৈধ পুকুর খনন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।