আত্রাইযে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ


আত্রাই প্রতিনিধি:


নওগাঁর আত্রাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হয়রানী ছাড়াই সম্পন্ন নতুন ভাবে পুলিশি সেবা প্রতিটি ঘরে পৌছে দিতে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন ওসি সাহাবুদ্দিন।তিনি মানুষের মাঝ থেকে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণাকে দূর করে থানাকে প্রতিটি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান।

বিশেষ করে মাদকের নীল ছোবল থেকে মানুষকে রক্ষা করে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সেইসাথে থানাকে দালাল মুক্ত করতে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।

সভায় পুলিশের সঙ্গে সাংবাদিকরাও সারথী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ