শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
আত্রাই প্রতিনিধি
‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আত্রাই উপজেলা চত্বরে এ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
দেশের জনগণের বৃক্ষেও নানাবিধ উপকারিতা সম্পর্কে জনগণের চেতনাবোধ জাগ্রত করা, পুষ্টি চাহিদা পূরণের স্বার্থে অধিক সংখ্যক ফলদ বৃক্ষের চারা রোপণসহ বনজ বৃক্ষের ঘাটতি মোকাবিলায় বৃক্ষ রোপণে আগ্রহ তৈরি করাই ছিল ফলদ বৃক্ষ মেলার উদ্দেশ্য। এ উদ্দেশ্যকে সফল বাস্তবায়নের ধারনা নিয়েই তিন দিনব্যাপী মেলার সমাপ্তি টানা হয়। আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জয়া মারীয়া পেরেরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান শফিকুর ইসলাম বাবু, উপসহকারী কৃষিকর্মকর্তা কেরামত আলী, আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। এরপরে মেলায় ফল প্রদর্শনী কৃষক, নার্সারি মালিক, সরকারি স্টলের কর্মকর্তাসহ মেলার আয়োজক কমিটির সকলকে তাদের সফল কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।