আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালন

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধি:


বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরেন ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, উপজেলা প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, কৃষি অফিসার কাওছার হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, তথ্য অফিসার সানজির উদ্দিন শিশির, আনছার ভিডিপি অফিসার আমিনুল হক, নির্বাচন অফিসার শাহ আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার নাসির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।

পরে সহায়ক উপকরণ হিসাবে ৩ টি টয়লেট চেয়ার ৫টি এলবো ক্যাচ, ১টি ওয়াকার বিতরণ করা হয়।