আত্রাইয়ে বিভাগীয় কমিশনারের ত্রাণ বিতরণ

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৫৫ পূর্বাহ্ণ

আত্রাই প্রতিনিধি


নওগাঁর আত্রাইয়ে বন্যা কবলিত মানুষের মাঝে বিভাগীয় কমিশনার নূর-উর রহমান উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচুপুর উচ্চবিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রসহ কয়েকটি আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি প্রত্যেককে শুকনো খাবার চিড়া, গুড়, দিয়াশলাই, মোমবাতি খাবার স্যালাইন ও ১০ কেজি করে চাল বিতরণ করেন। এর পর তিনি আত্রাই উপজেলার ৬টি ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় চাল ও নগদ ৫০০ টাকা করে প্রত্যেককে প্রদান করা হয়। এসময় বন্যা কবলিত উপজেলা ইউনিয়ন সমূহে ত্রাণ কার্যক্রম মনিটরিং করার জন্য কর্মকর্তা নিয়োগ, বন্যা নিয়ন্ত্রণ সেল খোলা ও বন্যা কবলিত মানুষের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন তিনি। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি বিভাগকে সজাগ থাকার জন্য নির্দেশনা প্রদান করেন এবং বন্যা কবলিতদের চিকিৎসা সেবা প্রদানে মেডিকেল টিম গঠনের নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।
এ দিকে প্রতিটি উপজেলা ও ইউনিয়নের বন্যায় আক্রান্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান, সহকারী কমিশনার ভূমি জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি)বদরুদ্দোজা সরকার, বীর মুক্তিযোদ্ধা কাজী রুহুল ইসসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামূল বারী রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, জেলা পরিষদের সদস্য চৌধুরী ফেরদৌসী রহমান ডেজি, প্রচার সম্পাদক ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আওয়ামী লীগ নেতা ও পাঁচুপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুলইসলাম বাবু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, আত্রাই উপজেলা প্রশাসনের সকল দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।