সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
জেলার আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে আত্রাই রেলওয়ে স্টেশনের পার্শ্বে গণকবরে পুস্পস্তবক অর্পণ শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মোনাজাত শেষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি জহুরুল ইসলাম,
উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ,প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, কবি ও সাহিত্যিক ফররুখ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান প্রমুখ।