শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
আত্রাই প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় আউটসোর্সিয়ের মাধ্যমে যুব-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে ৭দিনব্যাপি প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। উপজেলার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউার ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সহযোগীতায় ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)।
গত শনিবার বিকেলে সমাপনি দিনে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি ফরিদুল আলম পিন্টু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার, প্রশিক্ষক কামরুল হাসান চঞ্চল, প্রশিক্ষণার্থী সোহরাব ও রওশন আরা পারভীন শিলা প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার ২৭ জন বেকার যুবক-য্বুতী অংশ নেয়। পরে প্রতিজন শিক্ষার্থীকে ৩ হাজার ৫শ’ টাকা করে সম্মানি ভাতা দেয়া হয়।