মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে কেক কেটে সোনালী ব্যাংকের শীর্ষস্থান উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) আত্রাই শাখা ব্যবস্থাপক সহকর্মীদের নিয়ে ব্যাংকের শাখা প্রাঙ্গনে কেক কাটেন। এসময় শীর্ষস্থানের ধারাবাহিকতা ধরে রাখার জন্য সেবার মান বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
আত্রাই শাখা ব্যবস্থাপক এবিএম আব্দুল হাকিম সাংবাদিকদের জানান, ব্যাংকগুলো কেন্দ্রীয়ভাবে ২০২১ সনে চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। সেই হিসাব অনুযায়ী সোনালী ব্যাংক দুই হাজার একশত বত্রিশ কোটি টাকা মুনাফা অর্জনকারী হিসাবে শীর্ষে অবস্থান করছে। শীর্ষে অবস্থানকারী প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে কেক কাটা ও শুকরিয়া আদায় করা হলো। সেইসাথে এর ধারাবাহিকতা ধরে রাখতে সেবার মান বাড়ানোর কাজ চলছে।