আত্রাইয়ে হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনর শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি


নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন-রাজশাহী জোনাল অফিসের উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুর ২টায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেসুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এলাকার ৩০০ দুস্থ শীতার্তের হাতে কম্বল তুলে দেন আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন-রাজশাহী জোনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন, আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারমা মমতাজ বেগম, এইচবিএফসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার মফিজুল ইসলাম, আত্রাই ভূমি অফিসের সহকারি কমিশনার জয়ামাড়িয়া পেরেরা, এইচবিএফসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার মফিজুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার প্রদীপ কুমার মজুমদার।