বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
তপন কুমার সরকার, আত্রাই :
আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিকের বার্ষিক আয় ও সম্পদ বেড়েছে প্রায় চারগুণ। ২০০৯ সালে নির্বাচনে এবাদুর রহমান প্রামানিক প্রথমবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৯ সালে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হোন তিনি।
২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছর এক টানা ক্ষমতায় থাকায় বার্ষিক আয় বেড়েছে প্রায় ৪ গুণ। স্থাবর-অস্থাবর সম্পদ বেড়েছে কয়েকগুন। তবে স্ত্রী-সন্তান এবং তাঁর ব্যবহৃত জীপ গাড়ীর কোন প্রকার তথ্য দেননি তিনি।
সেইসাথে ২০ বিঘা কৃষি জমির মূল্য ২ লাখ ৪০ হাজার এবং ৮ ভরি স্বর্ণের মূল্য দেখানো হয়েছে ৫০ হাজার টাকা। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য ওঠে এসেছে।
২০২৪ সালে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও পেশা হিসাবে কৃষি, মৎস্য চাষ এবং ব্যবসা উল্লেখ্য করেছেন। এবারের হলফনাময় তিনি আয়ের উৎস হিসাবে কৃষি ও ব্যবসার কথা উল্লেখ করেছেন। এসব উৎস থেকে এবাদুর রহমানের বার্ষিক আয় প্রায় ১৫ লাখ টাকা।
২০০৯ সালের হলফনামায় তিনি বার্ষিক আয় প্রায় ১৩ লাখ টাকা উল্লেখ করে ছিলেন। চেয়ারম্যান হওয়ার পর ১৫ বছরের ব্যবধানে তার বার্ষিক আয় বেড়েছে প্রায় ৪ গুণ।
২০১৪ সালের নির্বাচনের হলফনামায় উল্লেখ্য করা হয়, চেয়ারম্যান এবাদুর রহমানের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১৭ লাখ ২৮ হাজার টাকা।
২০২৪ সালের হলফনামায় তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লাখ ৬৭ হাজার। বর্তমানে নগদ রয়েছে ১৬ লাখ ৬৮ হাজার টাকা, ব্যাংকের রয়েছে ১৫ লাখ ৪০ হাজার টাকা। চেয়ারম্যান হওয়ার পর ১৫ বছরে তার সম্পদ বেড়েছে প্রায় চারগুণ। তবে স্ত্রী-সন্তান এবং তাঁর ব্যবহৃত জীপ গাড়ীর কোন প্রকার তথ্য দেননি তিনি। সেইসাথে ২০ বিঘা কৃষি জমির মূল্য ২ লাখ ৪০ হাজার এবং ৮ ভরি স্বর্ণের মূল্য দেখানো হয়েছে মাত্র ৫০ হাজার টাকা।
বর্তমানে এবাদুর রহমানের সম্পদের পরিমান দেখানো হয়েছে ৪৩ লাখ ৬৭ হাজার। যার মধ্যে রয়েছে কৃষি জমি ২০ বিঘা মূল্য ২ লাখ ৪০ হাজার অকৃষি জমি ৫ বিঘা মূল্য ৩ লাখ ৩০ হাজার ৮ ভরি স্বর্ণ মূল্য ৫০ হাজার। ২০ বিঘা কৃষি জমি থেকে আয় ৫০ হাজার ব্যবসা থেকে আয় ৩ লাখ ৪৫ হাজার এফডিআর রয়েছে ৫ লাখ ৪০ হাজার নগদ ১৬ লাখ ৬৮ হাজার ব্যাংকে ১০ লাখ ইলেকট্রিক সামগ্রীর মূল্য ৪০ হাজার আসবাব পত্রের মূল্য ২০ হাজার এবং বাগান থেকে আয় ৮৪ হাজার টাকা।