আত্রাই ও রাণীনগরে তিনটি সড়কের কাজের উদ্বোধন

আপডেট: জানুয়ারি ২০, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

রাণীনগর প্রতিনিধি



নওগাঁর আত্রাই ও রাণীনগর উপজেলায় তিনটি রাস্তা পাঁকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে সড়কের পৃথকভাবে কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. ইসরাফিল আলম।
উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশন থেকে কাশিয়াবাড়ি যাওয়ার প্রায় ৩ কিলোমিটার রাস্তা ও কাশিয়াবাড়ি থেকে সমাসপাড়া যাওয়ার প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ এবং রাণীনগরের সান্তাহার রাস্তার রেলগেট মোড় থেকে সিএনজি স্ট্যান্ড পর্যন্ত বাইপাস সড়কে কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা আ’লীগের সম্পাদক চোধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জান বক্স এবং রাণীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, ১ নম্বর খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন শেখ, ইউপি সদস্য গোলাম মোস্তফা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম প্রমুখ। আত্রায় উপজেলা এলজিইডি অফিস ১ কোটি ৭২ লাখ টাকার এই দুইটি রাস্তা পাকাকরণের কাজ সম্পন্ন করছে। একইদিনে আহসান উল্লাহ মডেল উচ্চ বদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সাংসদ।