আত্রাই জোনাল অফিসে মাসিক স্টাফ ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধি


নওগাঁর আত্রাইয়ে আত্রাই জোনাল অফিসে মাসিক স্টাফ ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন নওগাঁ পবিস-১ এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর-রশীদ। তিনি বলেন, গ্রাহকদের সেবার মান বাড়ানোর লক্ষ্যে সিস্টেম লস কমিয়ে আনতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রক্ষণাবেক্ষণ কাজের জন্য মালামাল ঘাটতি কমাতে বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া লাইনম্যান টুলস ঘাটতি দূর করতে সমিতির নিজস্ব অর্থায়নে ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসাথে কাজের গতিশীলতা বাড়ানোর জন্য পুরাতন মোটরসাইকেল কনডেমনেশন এবং নতুন মোটরসাইকেল ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি প্রতিদিন ৩১ পয়েন্টের তথ্য গুগল স্প্রেডশিট এ পুরন করে কাজের অগ্রগতি জানানোর জন্য নির্দেশ প্রদান করেন। একইসাথে যেসব ফিডারে ক্যাপাসিটর ব্যাংক নষ্ট তা দ্রুত পরিবর্তনের জন্য নির্দেশনা প্রদান করে, বিএমডিএ গ্রাহকের নন স্ট্যানডার্ড ট্রান্সফরমার সঠিকভাবে ট্রান্সফরমার ওয়্যারিং না থাকায় লস বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিএমডিএ কর্তৃপক্ষকে পত্র প্রদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অবগত করেন।

এসময় সবাইকে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানো ও লাইনক্রুদেরকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত পূর্বক লাইনে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। সেইসাথে লাইনক্রু গনকে অবশ্যই ড্রেসকোড এবং সেফটি ইকুইপমেন্ট পরিধান করে কাজ করার জন্য নির্দেশনা দেন।

শেষে আত্রাই অফিস হতে অন্যান্য অফিসে বদলীকৃতদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সমিতি বোর্ড এলাকা পরিচালক, ডিজিএম আত্রাই , এজিএম (ওএন্ডএম) আত্রাই, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ব্যাংক ম্যানেজার, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ আত্রাই জোনাল অফিসের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।