আদমদীঘিতে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:


মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, সুমিনুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু,আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।