আদমদীঘিতে উপ-নির্বাচন-প্রার্থী দুই বেয়াইন, মেয়ের মাকে হেরে বিজয়ী ছেলের মা

আপডেট: মার্চ ৯, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের ০১ নং সংরক্ষিত আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোছা. পিয়ারা খানম। সংরক্ষিত নারী আসনে দুই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দি¦তা করছেন দুই বেয়াইন পিয়ারা খানম ও ফুলপরী পারভীন। শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৫টি ভোট কেন্দ্রে ব্যালেট পেপারে ভোট গ্রহণ হয়। এদিন সন্ধ্যায় বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ।

উল্লেখ্য, গত বছর ১৩ সেপ্টেম্বর জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে এই সংরক্ষিত আসনের মহিলা মেম্বার জোসনা বেগম। তার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। এই শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন আপন দুই বেয়াইন। ছেলের মা পিয়ারা খানম মাইক প্রতীক নিয়ে নির্বাচন করে ও মেয়ের মা ফুলপরী পারভিন সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে নির্বাচন করে। ফুলপরী পারভিন সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে ১৮শত ৫২টি ভোট পেয়েছেন। অন্যদিকে পিয়ারা খানম মাইক প্রতিকে ভোট ২২শত ৩৬ টি ভোট পেয়ে ৩ শত ৮৪ টি ভোটে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত এই আসনে মোট ভোটার ৭ হাজার ৬শত ৩১টি।

এ বিভাগের অন্যান্য সংবাদ